জকিগঞ্জে প্রবীণ শিক্ষক মাওলানা আতাউর রহমানের ইন্তেকাল : সবুজ প্রান্ত পরিবারের শোক


নিজস্ব প্রতিবেদক ::

জকিগঞ্জ উপজেলার কাচারচক গ্রামের প্রবীণ শিক্ষক ও সাপ্তাহিক সবুজ প্রান্তের প্রতিষ্ঠাকালীন চীফ রিপোর্টার প্রবাসী লোকমান উদ্দীনের পিতা মাওলানা আতাউর রহমান (৮০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৪ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমকে মঙ্গলবার বাদ আসর কাচারচক হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মাওলানা আতাউর রহমান জকিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তিনি সোনাসার মাধ্যমিক বিদ্যালয়ে বহুদিন শিক্ষকতা করেন এবং সর্বশেষ দরিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।

তাঁর ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক সবুজ প্রান্ত পত্রিকার সম্পাদক জুবায়ের আহমদ, নির্বাহী সম্পাদক এম. আব্দুল্লাহ আল সোহেল, বার্তা সম্পাদক আব্দুল মুকিতসহ অন্যান্যরা। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন