চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকার শহীদপাড়ার কিশোর মো. মাহিম বুধবার (১১ জুন) সকালে একটি বড় বাসে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের সঙ্গে ঘুরতে আসেন সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে। কিন্তু আনন্দের সেই সফর রূপ নেয় শোকে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় মাহিমসহ কয়েকজন গোসল করতে নামেন। পানির গভীরতা কিংবা স্রোতের তীব্রতা সম্পর্কে ধারণা না থাকায় মাহিম হঠাৎ পানিতে তলিয়ে যান।
প্রথমে আত্মীয়রা খুঁজতে শুরু করলেও কোনও খোঁজ মেলেনি। পরে স্থানীয় ডুবুরি দল ও টুরিস্ট পুলিশের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার হয় মাহিমের নিথর দেহ।
নিহতের দাদি সালমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,"ঘুরতে এসেছিলাম, সঙ্গে ছিল দুই নাতি মাহিম আর ফাহিম। হঠাৎ মাহিমকে পাওয়া যাচ্ছিল না। পরে শুনি সে পানিতে পড়ে গেছে। এখন ওর বাবা-মাকে কী জবাব দেব?"
জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন,“পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”