গোয়াইনঘাটে তথ্যসন্ত্রাসের শিকার সাংবাদিক মনজুর আহমদ: সাংবাদিক নেতৃবৃন্দের নিন্দা


মতিউর রহমান, গোয়াইনঘাট:

গোয়াইনঘাটের জ্যেষ্ঠ সাংবাদিক ও গোয়াইনঘাট প্রেসক্লাবের বারবার নির্বাচিত সভাপতি মনজুর আহমদ একটি কুচক্রী মহলের অপপ্রচারের শিকার হয়েছেন। সামাজিক ও পেশাগতভাবে তাঁকে হেয়প্রতিপন্ন করতে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অপচেষ্টা চালানো হচ্ছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মনজুর আহমদ দীর্ঘদিন ধরে দৈনিক আমার দেশ ও সিলেটের ডাক পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজে প্রদর্শক, বাংলাদেশ কম্পিউটার শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠান 'স্কর্লাস একাডেমি'র পরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোয়াইনঘাট প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তাঁরা বলেন, “সাংবাদিক মনজুর আহমদের বিরুদ্ধে পরিচালিত এই অপপ্রচার শুধু একজন ব্যক্তির মানহানি নয়, বরং এটি গোয়াইনঘাটের সাংবাদিকতা, শিক্ষা ও সামগ্রিক উন্নয়নের বিরুদ্ধেও একটি গভীর ষড়যন্ত্র।”

তারা আরও জানান, এ ধরনের ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে গোয়াইনঘাটের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। একইসাথে তারা প্রশাসনের কাছে দায়ীদের দ্রুত শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে, এ ঘটনায় সচেতন নাগরিক সমাজও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন