সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উপজেলার মানিকপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে। এ গ্রামের বাসিন্দা ও কাড়াবাল্লা বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুল আলম পরিবারসহ গভীর রাতে পড়েন ভয়াবহ বিপদের মুখে।
তিনি জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে শুরু হওয়া প্রবল ঝড়ে তার ঘরের টিনের চাল ছিঁড়ে উড়ে গিয়ে পড়ে পাশের একটি ফসলি জমিতে। ঘুমন্ত অবস্থায় পরিবারটি আতঙ্কে একটি ছোট কক্ষে আশ্রয় নেয়। ঝড়ে চালের সঙ্গে বৈদ্যুতিক ফ্যানও উড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ঘরের গুরুত্বপূর্ণ কাগজপত্র, দুই মেয়ের পাঠ্যবই এবং আসবাবপত্রসহ বহু মূল্যবান সামগ্রী।
এদিকে ঝড়ের প্রভাবে উপজেলার শরীফগঞ্জ এলাকায় একটি বড় গাছ ভেঙে পড়ে জকিগঞ্জ-সিলেট সড়কে। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে প্রায় চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা গাছটি অপসারণ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, এ ধরনের প্রবল ঝড় এবার মৌসুমের প্রথম দেখা গেল। আকস্মিক এই দুর্যোগে অনেকের ঘরবাড়ি ও মালামাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।