জকিগঞ্জে লন্ডনপ্রবাসী আশিক আহমদকে সংবর্ধনা

“জনগণের কল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার” — সংবর্ধনার জবাবে আশিক আহমদ

জকিগঞ্জ প্রতিনিধি :

সমাজসেবা, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে উজ্জ্বল অবদান রাখা লন্ডনপ্রবাসী আশিক আহমদকে জকিগঞ্জে এক হৃদয়ছোঁয়া সংবর্ধনা প্রদান করা হয়েছে। খলাছড়া জনকল্যাণ সংস্থা ও এইচ.টি.এ সেবা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে শনিবার (১০ মে) বিকেলে শেওলা রোডের খলাছড়া ত্রি-মোহনাস্থ এইচ.টি.এ কমপ্লেক্স প্রাঙ্গণে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।

ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে প্রবাসফেরত এই সমাজসেবককে বরণ করে নেয় আয়োজক সংগঠনগুলো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলাছড়া জনকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হক কামান্ডার। পরিচালনায় ছিলেন সংস্থার সদস্য সচিব মাওলানা ময়নুল হক। কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা করেন ময়নুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন এইচ.টি.এ সেবা ফাউন্ডেশনের সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস আশিক আহমদের জনহিতৈষী কার্যক্রমকে সময়োপযোগী ও অনুকরণীয় বলে মন্তব্য করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. খালেদ আহমদ এবং যুক্তরাজ্যভিত্তিক জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস।

এছাড়াও বক্তব্য রাখেন— অধ্যাপক বদরুল হক বাদল, স্থানীয় কাউন্সিলর আবুল কালাম, সাংবাদিক জুবায়ের আহমদ, রাজনীতিক মুনিম আহমদ, প্রবাসী সংগঠক রুবেল আহমদ শিবলু, কয়েস আহমদ, সমাজকর্মী আবুল কালাম কালন, প্রধান শিক্ষক আব্দুল বাছিত, প্রবাসী হেলাল আহমদ, এনজিও কর্মকর্তা আব্দুল হামিদ, এইচ.টি.এ সেবা ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ জাহেদ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের বিশেষ পর্বে, পশ্চিম আনন্দপুর গ্রামের মাশকুরা আক্তারকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। একইসঙ্গে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে তিনজন সৌভাগ্যবান বিজয়ী প্রত্যেকে পান নগদ ১০ হাজার টাকা করে পুরস্কার—যা উপস্থিত জনতাকে বাড়তি আনন্দে মাতিয়ে তোলে।

সংবর্ধনার জবাবে আশিক আহমদ বলেন, “জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং বেকারত্ব হ্রাসের মাধ্যমে এলাকার আর্থসামাজিক উন্নয়নই এইচ.টি.এ কমপ্লেক্সের মূল লক্ষ্য। আমি দেশমাতৃকার সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখতে চাই।”

অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশ ও জনগণের কল্যাণে এভাবে নিবেদিত থাকা নিঃসন্দেহে প্রশংসনীয় ও প্রেরণাদায়ী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন