জনপ্রিয় লোকসংগীতশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১২ মে) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে মমতাজ বেগমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডে’ জড়িত থাকার প্রাথমিক অভিযোগ রয়েছে।
নাসিরুল ইসলাম আরও বলেন, “বর্তমানে তদন্ত চলমান। প্রাথমিক পর্যায়ে বিস্তারিত কিছু বলা না গেলেও, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে উপস্থাপন করা হবে।”
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে পরে আরও বিস্তারিত জানানো হবে।