জকিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে


জকিগঞ্জ প্রতিনিধি  :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আত্মসমর্পণের পর জকিগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক এ আদেশ দেন। তারা হলেন—জকিগঞ্জ সদর ইউপির সাবেক চেয়ারম্যান আফতাব আহমদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি সজল বর্মন, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম চৌধুরী শিমুল, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, রেমিট্যান্স যোদ্ধা রুবেল আহমদ শিবলু, যুবলীগ নেতা শামিম আহমদ এবং পূর্ব থেকে কারাবন্দি এমএজি বাবর।

আসামিদের মধ্যে পাঁচজন হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষ হওয়ার আগেই তারা সিলেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে প্রবাসী রুবেল আহমদ শিবলুর জামিন মঞ্জুর হলেও বাকিদের কারাগারে পাঠানো হয়।

এদিন দুপুরে আরও এক যুবলীগ নেতা অনু আহমদ সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলে তাকেও কারাগারে পাঠানো হয়।

২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় জকিগঞ্জে চারটি মামলা রেকর্ড হয়। আসামিদের মধ্যে অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন