জকিগঞ্জে বিআরটিসি বাস লাইনচ্যুত: অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা


জকিগঞ্জ প্রতিনিধি:

শনিবার (১০ মে ২০২৫) সকাল ৭টা ৪০ মিনিটে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বিআরটিসি যাত্রীবাহী বাস শরীফগঞ্জ বাজারের পশ্চিম পাশে পৌঁছালে একটি বড় গাছ সড়কের উপর পড়ে থাকার কারণে বাসটি পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একপাশে কাত হয়ে পড়ে।

বাসটি লাইনচ্যুত হলেও কোনো প্রাণহানি ঘটেনি। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেকে তড়িঘড়ি করে বাস থেকে নামার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রী গণমাধ্যমকর্মী  জামাল আহমদ জানান, “গাছটি আগের দিন রাতে পড়ে থাকলেও স্থানীয় প্রশাসনের কেউ সেটি সরায়নি। চালক গাছটি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে বাসটি ভারসাম্য হারিয়ে পড়ে যায়।”

ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা একত্রিত হয়ে ধাক্কা দিয়ে বাসটি সড়কে তোলার চেষ্টা চালান। কিছুক্ষণ পর জকিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে গাছটি কেটে রাস্তা থেকে সরিয়ে নেয়।

স্থানীয়দের অভিযোগ, সড়কে পড়ে থাকা গাছ বা অন্য কোনো প্রতিবন্ধকতা দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতার অভাব রয়েছে। ফলে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে।

তারা আরও বলেন, সড়কপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি এবং জরুরি পদক্ষেপ প্রয়োজন।

এ ঘটনার পর স্থানীয় জনসাধারণ দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন