জকিগঞ্জে মাওলানা আব্দুল কাইয়ুম লক্ষীরায়েরচকীর জানাজা সম্পন্ন


জকিগঞ্জ প্রতিনিধি:

জকিগঞ্জের জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজার মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস মাওলানা শায়খ আব্দুল কাইয়ুম লক্ষীরায়েরচকী (রহ.)-এর জানাজার নামাজ বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৫টা ৩০ মিনিটে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তাঁর জ্যেষ্ঠ পুত্র হাফিজ মাওলানা জুহায়ের আহমদ।

উল্লেখ্য, মাওলানা আব্দুল কাইয়ুম লক্ষীরায়েরচকী (রহ.) খলিফায়ে মাদানী আল্লামা শায়খ আব্দুল গাফফার মামরখানী (রহ.)-এর জামাতা ছিলেন। তিনি দীর্ঘ কয়েক দশক যাবৎ জামেয়া ফয়জে আম মাদ্রাসায় সিনিয়র মুহাদ্দিস হিসেবে দ্বীনি খেদমতে নিয়োজিত ছিলেন।

গত ১৭ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি সিলেট শহরের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে টানা ২২ দিন আইসিইউতে চিকিৎকের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ৮ মে বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাওলানা কাইয়ুম (রহ.)-এর ইন্তেকালে ইলমি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন