জকিগঞ্জে কৃষকদলের কর্মী সমাবেশে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২৬

জকিগঞ্জ প্রতিনিধি  : জকিগঞ্জে কৃষকদলের কর্মী সমাবেশে এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (৩ মে) বিকেল ৪টার দিকে স্থানীয় ইখওয়ান সেন্টারে অনুষ্ঠিত এই কর্মী সমাবেশের আয়োজন করে উপজেলা কৃষকদল।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, কর্মী সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুক আহমদের বক্তব্যকে কেন্দ্র করে কয়েকজন নেতা আপত্তি জানান এবং প্রতিবাদ করেন। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মুন্না চৌধুরী, এরপর বক্তব্য দেন আব্দুস সালাম এবং পরে মাসুক আহমদ। তার বক্তব্যের পরপরই অপ্রীতিকর পরিস্থিতির সূচনা হয়।

সিলেট জেলা কৃষকদলের আহ্বায়ক ও এই অনুষ্ঠানের সভাপতি ইকবাল আহমদ তাপাদার বলেন, “এটি একটি পরিকল্পিত বিশৃঙ্খলার প্রচেষ্টা ছিল। তবে সিনিয়র নেতৃবৃন্দ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।”

এ বিষয়ে জানতে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. খালেদ আহমদ জানান, “সংঘর্ষে আহত ২৬ জনের মধ্যে গুরুতর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে।”

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন