জকিগঞ্জ প্রতিনিধি :: সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী, প্রবীণ শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা আহমদ আলীকে এক গৌরবময় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ ও কর্মরত সাংবাদিকবৃন্দ।
জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েকের সভাপতিত্বে এবং তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমদ আল মনজুরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত মাওলানা আহমদ আলী বলেন, “এই সম্মাননায় আমি অভিভূত ও কৃতজ্ঞ। আমি সবসময় আশা করি, সাংবাদিকরা সমাজের অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে কলম চালিয়ে সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন।”
তিনি আরও বলেন, “প্রবাসীরা যখন দেশে আসেন, তখন এমন সম্মাননা ও আন্তরিক আমন্ত্রণ তাদের হৃদয়ে দাগ কাটে। এ ধারা অব্যাহত থাকুক, এটাই প্রত্যাশা।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, নির্বাহী সদস্য হাবিব উল্লাহ মিসবাহ ও আজাদুর রহমান। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ তারেক আহমদ, নির্বাহী সদস্য আহমদ হোসাইন আইমান, আব্দুশ শহীদ শাকির, সাইফুর রহমান, মাহতাব উদ্দিন প্রমুখ।
আলোচনার পর আয়োজকরা সম্মাননা স্মারক তুলে দেন মাওলানা আহমদ আলীর হাতে।