বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৪৪ রান তুলে নেয়, যেখানে মিরাজের সেঞ্চুরি দলের বড় লিডে বড় অবদান রাখে। এর জবাবে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ২২৭ রানে, ফলে টাইগারদের লিড দাঁড়ায় ২১৭ রান।
তাইজুল ইসলামের শুরুতে আঘাত, এরপর মিরাজের স্পিন ঘূর্ণিতে পড়ে একের পর এক উইকেট হারায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। বেন কারেন কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ রক্ষা হয়নি। মিরাজের ৫ উইকেটের ঝলকে মাত্র ১০৬ রানেই শেষ হয়ে যায় জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস।
ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট ছিল মিরাজের এক ওভারে দুটি উইকেট নেওয়া, যেখানে আরভিন ও মাধেভেরে ফিরে যান পরপর দুই প্রান্তে। জিম্বাবুয়ের ইনিংসে ধস নামে তখনই। বোলিংয়ে সমর্থন দেন তাইজুলও, ৩ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন শুরু থেকেই।
এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজ হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ, তার এই পারফরম্যান্স অনেকদিন মনে রাখবে ক্রিকেট ভক্তরা।
সংক্ষিপ্ত স্কোর: