জকিগঞ্জ প্রতিনিধি :
জকিগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এই অভিযান পরিচালনা করেন।
উপজেলার বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের গায়ে মূল্য উল্লেখ না থাকা এবং ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারা অনুযায়ী মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে জকিগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল ইউএনওকে সহায়তা করে। অভিযানকালে সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয় এবং ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।