গাজার পক্ষে ক্লাস বর্জন করলে ড্যাফোডিল শিক্ষিকার ডাবল অ্যাবসেন্ট হুমকি


গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। তবে, এ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন করলে তাদের ‘ডাবল অ্যাবসেন্ট’ দেওয়ার হুমকি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক তাহমিনা রহমান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজার পক্ষে তাদের সমর্থন জানাতে এবং ইসরায়েলের হামলার প্রতিবাদে আগামী ৭ এপ্রিল (সোমবার) ক্লাস বর্জন করবেন। এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তারা ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করবেন এবং বিশ্বের অন্যান্য শিক্ষার্থীদের মতো আন্দোলনে অংশ নিতে চান।

তবে, শিক্ষিকা তাহমিনা রহমান এই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সতর্ক করেছেন। তিনি একটি বার্তা দিয়ে  জানিয়েছেন, "যদি কেউ ক্লাস মিস করে স্ট্রাইকে যেতে চায়, তাকে দুইটা অ্যাবসেন্ট দেওয়া হবে।" তিনি আরও জানান, “সবাই যদি ক্লাস না আসে, তবে সবাইকে অ্যাবসেন্ট দেওয়া হবে।”

এছাড়া, তিনি শিক্ষার্থীদেরকে সতর্ক করে বলেন, “এই টপিকে কেউ কাউন্সেলিং চাইতে আসবে না, এবং বাজে এক্সকিউস দিলে এটি একটি সতর্কবার্তা।”

তাহমিনা রহমানের এই বক্তব্য প্রকাশ হওয়ার পর, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহবুব উল হক মজুমদার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “এমন একটি হত্যাযজ্ঞের প্রতিবাদ শিক্ষার্থীরা করবে এটিই স্বাভাবিক বিষয়। কর্মসূচিতে অংশ নিলে ডাবল অ্যাবসেন্ট দেওয়া হবে তা হতে পারে না। আমি বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন