জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জের থানাবাজারের পূর্বপাশে সিলেট-জকিগঞ্জ রোডে বাস-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তাসনিয়া পারভীন জুই (২৮) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৩ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষিকা জকিগঞ্জ সদর ইউনিয়নের লালগ্রামের অবসরপ্রাপ্ত বিডিআর সুবেদার আমিনুল হক বাচ্চুর বড় মেয়ে ও স্থানীয় একটি প্রাইভেট স্কুলের শিক্ষিকা। নিহত স্কুল শিক্ষিকা তার ভাই বিজিবি সদস্য এমদাদুল হক ইমনের সাথে মোটর সাইকেলে ছিলেন। তার ভাই দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন!
প্রত্যক্ষদর্শিরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা বাস ও জকিগঞ্জ থেকে ছেড়ে আসা মোটর সাইকেল থানাবাজারের পূর্ব পাশে আসা মাত্র মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান স্কুল শিক্ষিকা জুই। তার ভাই বিজিবি সদস্য ইমনও গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।