ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে জকিগঞ্জের আটগ্রামে মানববন্ধন


জকিগঞ্জ প্রতিনিধি ::
জকিগঞ্জের আটগ্রাম বাসস্টেশনে ফিলিস্তিনের গাযায় ইসরাইল কর্তৃক বর্বর গণহত্যার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত মানববন্ধনে অংশ নেন নানান শ্রেণি-পেশার মানুষ।

প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরীর সভাপতিত্ব ও আহমদ আল মায়রুফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সিলেট পূর্ব জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক আহমদ আল মনজুর, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য মাহতাব উদ্দিন, শাহজালাল ক্রিয়েটিভ স্কুলের প্রিন্সিপাল মো. আফতাব উদ্দিন, ফ্লেইমস একাডেমির শিক্ষক মো. নাদিম ,লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমির শিক্ষক তানভীর আহমদ, ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ'র সদস্য রিয়াদুর রহমান চৌধুরী প্রমুখ। 

মানববন্ধনে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সংগীত পরিবেশন করে ইসলামী সাংস্কৃতিক সংগঠন 'আবাবিল'।

মানববন্ধনে অংশগ্রহণ করেন, বারহাল হাটুবিল মাদরাসার সহ সুপার মাওলানা আব্দুল কাদির জিহাদি, হাফিজ নাজিম উদ্দীন, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার শিক্ষক মাওলানা আহমদ আল মাসরুর, কাজলসার ইউনিয়ন আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত, নুরুল ইসলাম নুরু, আটগ্রাম বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম চৌধুরী, তাহসিন বিডির নির্বাহী পরিচালক  আলী হায়দার, আব্দুল কাশিম, কাজলসার ইউপি তালামীযের সভাপতি কামরুল ইসলাম , সাধারণ সম্পাদক রিফাত আহমদ, লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমির প্রাক্তন শিক্ষার্থী মো. আমিনুর রহমান, মো. সুজন উদ্দিন, কাজী লাবেক হোসেন সানি, মিজানুর রহমান কামরান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য আবীর আল নাহিয়ান প্রমুখ।

মাওলানা হারুনুর রশীদের মোনাজাত ও মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরীর সভাপতির বক্তব্যের মাধ্যমে মানববন্ধনের সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন