জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবক বারঠাকুরী ইউনিয়নের উত্তর বারগাত্তা গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। শনিবার (৫ এপ্রিল) সকালে নিজ বাড়ির পাশে একটি গাছের ডাল কাটার সময় অসাবধানতা বশত বিদ্যুতের তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে জকিগঞ্জের সোনাসার বেগম রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে মৃত্যুর বিষয়টি ঘিরে কিছুটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা জানান, লাশ বাড়িতে আনার পর গোসল করানোর সময় এক ব্যক্তি দাবি করেন—মরদেহ নড়াচড়া করছে। এতে পরিবার ও গ্রামবাসীদের মাঝে উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে পুনরায় মরদেহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পুনরায় নিশ্চিত করেন—নুরুল ইসলাম পূর্বেই মৃত্যুবরণ করেছেন।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে কিছু ব্যক্তি অপপ্রচার চালাচ্ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেন এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয়েছে।
স্থানীয় এক ব্যক্তি জানান, গোসল করানোর সময় এক ব্যক্তি দাবি করেন যে, মরদেহ নড়াচড়া করছে। তার এই অদ্ভুত মন্তব্যের ফলে মৃত ব্যক্তির পরিবার ব্যাপক বিভ্রান্তি এবং আতঙ্কের মধ্যে পড়ে। পরিবারটি হতবিহ্বল হয়ে পড়ে এবং তার পরিণতিতে মৃত ব্যক্তিকে আবার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
নিহত নুরুল ইসলামের জানাজার নামাজ শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিজ বাড়ির সামনের মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরিবার। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।