শুক্রবারে ঢাকা মেট্রোরেলে নতুন সময়সূচি ঘোষণা

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রো রেলের শুক্রবারের সময়সূচিতে পরিবর্তন এনেছে। ১৭ জানুয়ারি থেকে প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৩টার পরিবর্তে মেট্রো রেল চলাচল শুরু হবে বিকেল ৩টা থেকে। যাত্রীদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন বিকেল ৩টায় ছেড়ে যাবে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টায়। অপরদিকে, মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টা ২০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে। উভয় স্টেশন থেকে প্রতিটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান থাকবে ১০ মিনিট।

উত্তরা উত্তর স্টেশন থেকে শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। মতিঝিল স্টেশনে টিকিট বিক্রি শুরু হবে বিকেল ৩টা ৫ মিনিট থেকে। একই সঙ্গে যাত্রীরা র‌্যাপিড পাস কিনতে পারবেন এবং এমআরটি কার্ডে টাকা রিচার্জ করার সুযোগ পাবেন।

ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রো রেলের অন্যান্য কার্যক্রম আগের মতোই অপরিবর্তিত থাকবে। শুধুমাত্র শুক্রবারের চলাচলের সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সময়োপযোগী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকার মেট্রো রেল প্রতিদিনই রাজধানীবাসীর যাতায়াতকে আরও গতিশীল ও স্বাচ্ছন্দ্যময় করছে। নতুন সময়সূচি যাত্রীদের জন্য আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন