জকিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগ বৃহস্পতিবার বিকালে জকিগঞ্জ পৌর শহরে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান ও দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ বাজারের মজলিস কার্যালয় হতে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এমএ হক চত্ত্বরে এসে এক পথসভায় মিলিত হয়।
জকিগঞ্জ উপজেলা (পূর্ব) ছাত্র মজলিসের সভাপতি মিনহাজুল হক রিফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিল আহমদ রশিদীর এবং উপজেলা পশ্চিম শাখার বায়তুল মাল সম্পাদক মারুফ আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা শাখার সভাপতি সালমান আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পূর্ব জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আদনান হুসাইন ইমন, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি আলাউদ্দিন তাপাদার, জকিগঞ্জ পৌর শাখার সেক্রেটারি আবুল কালাম আজাদ, ইসলামী যুব মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল হামিদ জালাল, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সাবেক সেক্রেটারি ছিদ্দিকুর রহমান সুফিয়ান, ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ পশ্চিম শাখার সেক্রেটারি খায়রুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার বায়তুল মাল সম্পাদক এ এম উসামা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম, অফিস ও পাঠাগার সম্পাদক খায়রুল ইসলাম প্রমুখ।