রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বাংলাদেশ ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের অধিনে হাফিজে কুরআন ছাত্র/ছাত্রীদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১নভেম্বর ) সকাল ১০টা থেকে চাঁদভাগ আব্দুল মান্নান আবতেরা বানু ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার ২৫ টি প্রতিষ্ঠানের প্রায় ৪০০ শতাধিক ছাত্র /ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড কর্তৃক নিয়োজিত পরীক্ষকগনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেওয়া হয়েছে।
পরীক্ষা কেন্দ্রের পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন, মাওলানা রিয়াজ উদ্দিন ও আবু সালেহ শিপু। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের রাজনগর উপজেলা সভাপতি, হাফিজ শাহনেওয়াজ আহমদ,সাধারণ সম্পাদক, মাও: হাফিজ জাকির হোসেন। এ সময় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন মো: সুরাব হোসেন, হাফিজ সালমান আহমদ, হাফিজ নুরুল ইসলাম নাহিদ প্রমূখ।