জকিগঞ্জের সোনাসার বাজারে রবিবার রাত ৯ টার সময় সিলেট থেকে ছেড়ে আসা ইসহাক এন্টারপ্রাইজ নামক গেইট লক গাড়ীর যাত্রী কর্তৃক ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগে শত শত মানুষ গাড়ী ঘেরাও করে রাখে। এ সময় অভিযুক্ত যুবককে হাত জোড় করে সাধারণ মানুষের উদ্দেশ্যে ক্ষমা চাইতে দেখা গেছে। উত্তেজিত জনতা অভিযুক্ত যুবককে গাড়ী থেকে নামিয়ে আনার চেষ্টা করে। পরে গাড়ী সামনে আগালে উত্তেজিত জনতা কর্তৃক ইট ছুড়ে গাড়ীর গ্লাস ভাংচুর করে। অভিযুক্ত যুবক জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া গ্রামের হাবিবুর রহমান ইলাছির ছেলে আব্দুল কাইয়ুম। সে মানসিক বিকারগ্রস্ত বলে জানা গেছে।
গাড়ীর অন্যান্য যাত্রীরা জানান, অভিযুক্ত যুবক গাড়ীতে বসে পবিত্র কুরআন ও ধর্ম নিযে আপত্তিকর মন্তব্য করার কারনে বাসের অন্যান্য যাত্রীরা উত্তেজিত হয়ে পড়ে। এ সময গাড়ী সোনাসার বাজারে এসে থামলে উত্তেজিত জনতা গাড়ী ঘেরাও করে নানা স্লোগান দিতে থাকে।
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ অভিযুক্তকে হেফাজতে নেয়।
জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ বলেন, অভিযুক্ত যুবক মানসিক বিকারগ্রস্ত বলে মনে হচ্ছে। সে একেকসময় নিজের নাম, ঠিকানা একেকটা বলছে। বর্তমানে সে থানা হাজতে আছে।