জকিগঞ্জের নিখোঁজ হওয়া মেয়ে সিলেট থেকে উদ্ধার

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জ উপজেলার গোলাম মোস্তফা চৌধুরী একাডেমী স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী পলি বেগম নিখোঁজের এক দিনের মাথায় সিলেট নগরীর মিনিখলার একটি বাসা থেকে বুধবার সন্ধ্যায় উদ্ধার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। এ সময় অপহরণকারী বালাগঞ্জ উপজেলার শিওর (ভরপুর) গ্রামের বাসিন্দা সিএনজি চালক হেলাল উদ্দিন (৩৫) কে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল) সুদীপ্ত রায়।
জিএমসি একাডেমী স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ঐ ছাত্রী স্কুলে যাবার পথে মঙ্গলবার নিখোঁজ হয়। এ ব্যাপারে ঐ ছাত্রীর মা মানিকপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের রিনা বেগম চৌধুরী জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন