সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
স্ত্রীর অনুমতি না নিয়ে ২য় বিয়ে করার মঙ্গলবার ১ জনকে সাজা প্রদান করেছেন জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আনোয়ার হোসেন সাগর।
সাজাপ্রাপ্ত মাহতাব আহমদ উপজেলার জকিগঞ্জ ইউনিয়নের উত্তর ভাখরশাল গ্রামের মছদ্দর আলীর ছেলে। মুসলিম পারিবারিক আইনে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন বিজ্ঞ আদালত।
১ম স্ত্রীর অনুমতি না নিয়ে ২য় বিবাহ করার ১ম স্ত্রী মিনা বেগম বাদী হয়ে আদালতে সিআর ৪৭/১৯ মামলা দায়ের করলে আদালত এ রায় প্রদান করেন।
বিষয়
ক্রীড়া সংবাদ