জকিগঞ্জে ৪৬ বছরের ইমামকে বিদায়ী সংবর্ধনা



সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
সুলতানপুর ইউনিয়নের গনিপুর জামে মসজিদ ও শাহী ঈদগাহের দীর্ঘ ৪৬ বছরের ইমাম ও খতিব, নবীগঞ্জ (কদুরবাজার) দারুচ্ছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা খলিল আহমদ ছাহেবজাদায়ে গনিপুরী এর যুক্তরাষ্ট্র যাত্রা উপলক্ষে সংবর্ধনা দিয়েছে গ্রামবাসী।

শুক্রবার বিকালে গণিপুর শাহী ঈদগাহ ময়দানে উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মুর্শেদ আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ।

সুলতানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরোও বক্তব্য রাখেন জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোশাহিদ আহমদ কামালী, কালীগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাও. আজিজুর রহমান তাপাদার, সিলেট জেলা প্রেসক্লাবের সেক্রেটারী শাহ দিদার আলম চৌধুরী নভেল, ৭নং বারঠাকুরী ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মোস্তাক আহমদ প্রমু্খ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার কুতুব উদ্দীন, জনতা ব্যাংক কানাইঘাট ব্রাঞ্চের ম্যানেজার সেলিম আহমদ চৌধুরী, গনিপুর জামে মসজিদের মোতায়াল্লী মামুনুর রশিদ চৌধুরী ও মাওলানা নুরুল হক ছাহেবজাদায়ে গনিপুরী।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান হালিম। শিক্ষা ও কর্মজীবনী পাঠ করেন তয়াহিদ হোসেন চৌধুরী টিটু, মানপত্র পাঠ করেন আবু তাহের চৌধুরী তারিন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক জুবায়ের আহমদ, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র প্রশিক্ষন সম্পাদক মাও. ফারুক আহমদ, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাও. এম এ হালিম লিমন প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত ইমামকে ঢাকা টু নিউইর্য়কের বিমান টিকেট ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও আয়োজকদের পক্ষ থেকে অতিথি বৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন