সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জ-কানাইঘাটের এম.পি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মনকে সতেজ করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকান্ড থেকে ছাত্র ও যুব সমাজকে দূরে রাখতে পারে। সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীরা ইউনিয়ন পর্যায়ে টুর্নামেন্টে অংশ নিয়ে এক সময় জাতীয় দলে খেলায় অংশ গ্রহণের সুযোগ হতে পারে। তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ ধরনের কাজের উৎসাহ প্রদান করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
রোববার বিকেলে জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব (অনুর্ধ্ব-১৭)’ খেলার সেমিফাইনাল ম্যাচ উপভোগ শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
হাফিজ আহমদ মজুমদার এমপি জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উন্নয়নের আশ্বাস দিয়ে আরও বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার সকল ক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছে। জকিগঞ্জ-কানাইঘাটেও ব্যাপক উন্নয়ন প্রকল্প চলমান আছে। পর্যায়ক্রমে সকল সমস্যা দূর করতে আমি কাজ করে যাচ্ছি।
জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমএজি বাবরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান, বিরশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী পানু, সুলতানপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, খলাছড়া ইউপি চেয়ারম্যান কবির আহমদ, বারহাল ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কানাইঘাটের দক্ষিণ বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মালেক মালই মিয়া, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, সাবেক সাধারণ সম্পাদক এমাদ উদ্দিন, পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন নজরুল, কাউন্সিলর রিপন আহমদ, কাউন্সিলর মাসুদ আহমদ, পৌর আ'লীগের সভাপতি হাজী সমাছ উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, আহমেদুল হক চৌধুরী বেলাল, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব আহমদ, সদস্য আমিনুল ইসলাম শিমুল প্রমূখ।
খেলায় সেমিফাইনাল ম্যাচে খলাছড়া ইউনিয়নকে হারিয়ে ট্রাইবিকারে বিজয়ী হয় কাজলসার ইউনিয়ন টিম।