সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
নাজাত ফাউন্ডেশনের এমডি, আরব আমিরাত প্রবাসী কাওছার আহমদের বিয়ে উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ 'স্পন্দন' এর মোড়ক উন্মোচন গতকাল বিয়ের অনুষ্ঠান চলাকালে কালীগঞ্জস্থ ফারহানা এন্ড আয়শা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। স্পন্দনের সম্পাদক ওমান প্রবাসী কামাল আহমদের ব্যাবস্থাপনায় মোড়ক উন্মোচন করেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাও. আব্দুস সবুর, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য নাতি তালামীযের সাবেক কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোস্তফা হাসান চৌধুরী গিলমান, সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুৃল ইসলাম, সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক জুবায়ের আহমদ, জকিগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, কবি ও ছড়াকার আহমদ সিদ্দিক চৌধুরী হাসান।
উপস্থিত ছিলেন তালামীযের সাবেক কেন্দ্রীয় নেতা মাও. আব্দুল বাছিত, সিলেট জেলা আল ইসলাহ'র সদস্য হাফিজ রওশন আহমদ, কানাইঘাট উপজেলা আল-ইসলাহ'র সাধারন সম্পাদক আল-আমিন সিদ্দিকী, জকিগঞ্জ পৌর আল-ইসলাহ'র সাধারন সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী, জকিগঞ্জ এসোসিয়েশনের সভাপতি মাও. আব্দুল বাছিত চৌধুরী, সিলেট জেলা তালামীযের সহ-সভাপতি ইসলাম উদ্দীন চৌধুরী, জকিগঞ্জ পৌর যুবলীগের সাবেক সেক্রেটারী আজমল হুসেন, কামালবাজার আল মদিনা একাডেমির প্রিন্সিপাল নজরুল ইসলাম, ওমান আল ইসলাহ'র কেন্দ্রীয় নেতা মাওলানা খালিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল মনজুর, সাবেক সভাপতি এহসান মোহাম্মদ শামীম, মোঃ আবু সুফিয়ান, জকিগঞ্জ টিভির পরিচালক জামাল আহমদ, লতিফিয়া এতিমখানার শিক্ষক মাওলানা ফয়সল আহমদ, নাজাত ফাউন্ডেশনের অর্থ পরিচালক হাফিজুল ইসলাম, জকিগঞ্জ এসোসিয়েশনের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক কাজিম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শিব্বীর আহমদ মাসুম, শিক্ষক হাবিবুর রহমান শাহান, আজিম উদ্দীন সুহেল, হাফিজ আলী হুসেন, মাও. ময়নুল হক, নজরুল ইসলাম, আলমগীর হুসেন ও যুবলীগ নেতা শামীম আহমদ প্রমুখ।