সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যন প্রার্থী চশমা মার্কার প্রতিনিধি মাওলানা আব্দুস সবুর বিরামহীন প্রচারনা চালিয়ে যাচ্চেন। প্রতিদিন কাকডাকা ভোর হতে না হতেই বেরিয়ে পড়েছেন জকিগঞ্জের পাড়া-মহল্লা, বাজার ও ধর্মীয় জলসায়। গনসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠকে ব্যাস্থ সময় পার করছেন। বারহাল থেকে বারঠাকুরী এবং সুলতানপুর থেকে মানিকপুর সর্বত্রই মানুষের মুখে একটিই কথা জকিগঞ্জে চেয়ারম্যান পদের জন্য ভোটারদের তেমন আগ্রহ নেই। সব আগ্রহ ভাইস চেয়ারম্যন প্রার্থীদের নিয়ে। ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে চশমা মার্কার প্রতিনিধি মাওলানা আব্দুস সবুর অনান্যদের চেয়ে বেশ এগিয়ে রয়েছেন। কারন আলেম উলামা অধ্যুষিত জকিগঞ্জে আলেম উলামা ও ধর্মপ্রান মানুষের একমাত্র প্রতিনিধি মাওলানা আব্দুস সবুর। তাছাড়া জাতীয়পার্টি, জমিয়ত, খেলাফত ও অনান্য দলের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী না থাকায় এ দলগুলোর ভোট সিংহভাগ তিনি টানতে পারেন বলে ধরে নেয়া যাচ্চে।
ব্যাক্তিগত ও পারিবারিক ও রাজনৈতিক ঐতিহ্য ভোটের মাঠে বড় ফ্যাক্টর। মাওলানা আব্দুস সবুর প্রভাবশালী রাজনৈতিক সংগঠন আল-ইসলাহ'র সিলেট মহানগরীর যুগ্ম সাধারন সম্পাদক। পাশাপাশি তিনি পারিবারিকভাবে সমাজসেবামূলক সম্ভ্রান্ত পরিবারের। তাঁর বড়ভাই সুলতানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বরণ্য সালিশী ব্যাক্তিত্ব হাজী বুরহান উদ্দীন। তাঁর আপন মামাতো ভাই জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার। তাছাড়া তার সাথে দিনরাত মাঠে রয়েছেন আল-ইসলাহ, তালামীযের শতশত সু-শৃখল কর্মী বাহিনী। যারা স্ব-স্ব উদ্যোগে রাতদিন বিরামহীন মাঠে ময়দানে কাজ করে যাচ্চেন। সবমিলিয়ে ভোটের মাঠে এখন বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছেন চশমা মার্কার প্রতিনিধি মাওলানা আব্দুস সবুর।