হাজার হাজার মানুষের শ্রদ্ধা ও চোখের জ্বলে চিরনিদ্রায় শায়িত আমরুডী পীর সাহেব

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
হাজার হাজার মানুষের শ্রদ্ধা আর চোখের জ্বলে চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর বিশিষ্ট খলীফা, চুনারুঘাটের আহমেদাবাদ শাহী মসজিদ ও ঈদগাহের খতিব মাওলানা আব্দুল কুদ্দুস পীর সাহেব আমরোডী।

সোমবার বাদ আসর হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহমেদাবাদ আমরোড ছাহেব বাড়ী সংলগ্ন মাঠে হাজার হাজার ভক্ত ও মুসল্লিয়ানে কেরামের উপস্থিতিতে জানাযার নামাজে ইমামতি করেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

জানাযাপূর্ব সংক্ষিপ্ত  সমাবেশে মরহুমের জীবনের বিভিন্নদিক নিয়ে গুরুত্বপূর্ন নসিহত পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও হাইকোর্ট জামে মসজিদের খতীব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।

জানাযার হাজার হাজার শোকার্ত মানুষ অংশগ্রহন করেন। জানাযা শেষে আমরোড ছাহেব বাড়ীতে তাঁকে দাফন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন