মেজরটিলায় বাস চাপায় ছাত্রলীগ কর্মী নিহত

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::
সিলেট শহরতলির মেজরটিলায় হানিফ পরিবহনের একটি বাসের চাপায় নিহত যুবক সারোয়ার খান (২০) ছাত্রলীগের কর্মী ছিল। সিলেট সরকারী কলেজে উচ্চ মাধ্যমিকে পড়া থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হয় সে।

সারোয়ারের রাজনৈতিক সহকর্মীরা জানান- ২০১৪ সালে মাধ্যমিক পাস করে সরকারী কলেজে ভর্তি হয় সে। তখন থেকেই কলেজে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠে সে। বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশেও থাকত তার সরব উপস্থিতি। ২০১৬ সালে সে উচ্চ মাধ্যমিক পাস করে। কলেজ জীবন শেষ করে সারোয়ার সিলেট জেলা ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হয়।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে মেজর টিলা এলাকায় বাস চাপায় প্রাণ হারায় সারোয়ার। এসময় তার সাথে থাকা অনিক নামের এক যুবক গুরুতর আহত হয়। বর্তমানে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন