দলের মধ্যে বিশৃংখলা সৃষ্টিকারীকে ছাড় দেওয়া হবেনা : নুরুল ইসলাম নাহিদ এমপি

গোলাপগঞ্জ প্রতিনিধি ::
গোলাপগঞ্জে উপজেলা আওয়ামী লীগ কতৃক আয়োজিত নির্বাচন পরবর্তী কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, বিগত দিনে গোলাপগঞ্জে অভাবনীয় উন্নয়ন হয়েছে। শিক্ষা সাহিত্য, মৎস্য, কৃষি বিদ্যুৎ, যোগাযোগ  এমন কোন ক্ষেত্র নেই যে যেখানে উন্নয়ন হয়নি। আমি মন্ত্রী যখন ছিলাম তখন আপনাদেরই ছিলাম, এমপি হয়েও আপনাদেরই লোক আছি।

তিনি সমালোচকদের উদ্দেশ্যে বলেন, মিথ্যাবাদীরা বলছে  আমার সাথে সাধারণ মানুষ দেখা করার সুযোগ পায়না। আমি কিন্তু এই  সাধারন মানুষের মধ্য থেকেই এ পর্যায়ে এসেছি। আমার সাথে দেখা করতে তৃতীয় কোন ব্যক্তির প্রয়োজন নেই। আমার জনগনই আমার শক্তি। অতীতের ন্যায় আগামীতেও আমাকে আপনাদের পাশে পাবেন।  মন্ত্রী থাকা অবস্থায় এমন কোন মাস নেই যে এলাকায় আসিনি। প্রতিটি এলাকা ঘুরে আমি মানুষের সাথে মিলিত হয়ে তাদের বিভিন্ন বিষয় অনুধাবন করার চেষ্টা করেছি।

নুরুল ইসলাম নাহিদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, দেশ ডিজিটাল হয়েছে দলকেও ডিজিটাল করতে হবে। দলের মধ্যে কেহ বিশৃংখলা সৃষ্টি করলে ছাড় দেয়া হবেনা। বিগত নির্বাচনে যারা দলের বিরুদ্ধে কাজ করেছেন তাদের তালিকা আমার হাতে আছে। দলের নেতাকর্মীদের এমন কোন কাজ করা ঠিক হবেনা যাতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। বিগত নির্বাচনে দলীয় নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন।

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, নির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল ওদুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সালমান আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার শফিকুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সিলেট মহানগর যুব মহিলালীগের সভাপতি নাজিরা বেগম শিলা, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম জেড আলম, বুধবারী বাজার ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিজাম উদ্দিন, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফুর রহমান মাষ্টার, ঢাকা দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, ইউপি সদস্য সেলিম আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন, এনামুল হক রুহেল, রুমেল সিরাজ, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নাজিমুল হক লস্কর, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের সভাপতি আবু সুফিয়ান আজম, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-বিভাগীয় সম্পাদক হোসেন আহমদ প্রমুখ।

এর পূর্বে নুরুল ইসলাম নাহিদ সুনামপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মরহুম আমির আলীর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের খোঁজখবর নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন