ন্যাশনাল সার্ভিসের কর্মীদের কর্মসংস্থান সৃষ্টিতে কমিটি গঠন করছে সরকার

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::   
ন্যাশনাল সার্ভিস কর্মসূচি শেষ হয়েছে দেশের এমন সব জেলা ও উপজেলার উপকারভোগীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য একটি কমিটি গঠন করেছে সরকার।

১৪ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই কমিটি গঠন করে একটি আদেশ জারি করা হয়েছে।

সরকারি সিদ্বান্ত মোতাবেক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ যুবকদের দুই বছরের জন্য ন্যাশনাল সার্ভিসে নিযুক্ত করা হয়।

এ কর্মসূচির আওতায় বেকার যুবক-যুবতীরা ৩ মাস প্রশিক্ষণের পর দুই বছর মেয়াদে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে থাকেন। তাদের প্রশিক্ষণকালীন প্রতিদিন ১০০ টাকা (মাসে তিন হাজার টাকা) ও চাকরির সময় প্রতিদিন ২০০ টাকা হারে (মাসিক ৬ হাজার টাকা) ভাতা দেয়া হয়। সুবিধাভোগীদের বয়স ১৮ থেকে ৩৫ বছর।

দেশে এ পর্যন্ত প্রথম ও দ্বিতীয় পর্বে ২৭টি উপজেলা এবং তৃতীয় ও চতুর্থ পর্বে ৩৭টি উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এখন পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পর্বে দেশের আরও ৬০ উপজেলায় এবং পার্বত্য ৩ জেলার ৪ উপজেলাসহ মোট ৬৪ উপজেলায় এই কর্মসূচি চলছে।

ন্যাশনাল সার্ভিসের চাকরি স্থায়ী করার দাবি জানিয়ে আসছেন উপকারভোগীরা। এই প্রেক্ষাপটে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির কেন্দ্রীয় সমন্বয় কমিটির দশম সভায় এই বিষয়ে পদক্ষেপ নিতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- যুব উন্নয়ন অধিদফতরের পরিচালক (ন্যাশনাল সার্ভিস কর্মসূচি), অর্থ বিভাগের প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নিচে নয়), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিনিধি, কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি, শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি, মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের প্রতিনিধি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিনিধি। তবে তারা কেউ উপসচিব পদমর্যাদার নিচে হবেন না।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব/সিনিয়র সহকারী সচিব (যুব-২), কমিটিতে সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন। কমিটি প্রয়োজনবোধে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং কোনো বিশেষজ্ঞকে সভায় আমন্ত্রণ জানাতে পারবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

30 মন্তব্যসমূহ

  1. আলহামদুলিল্লাহ অসখ্য ধন্যবাদ সরকারকে

    উত্তরমুছুন
  2. ন্যাশনাল সাভিস কর্মসূচিটি সরকারের একটি প্রসংশনিয় উদ্দোগ আমি মনে করি। এই কর্মসূচি টি জাতীয়করন করা উচিত। কারন দেশে যে সকল সরকারি দপ্তর আছে যেমন স্বাস্থ্য, শিক্ষা সমবায়,সমাজকল্যান,সহ উপজেলা কেন্দ্রিক যে সকল সরকারি দপ্তর রয়েছে সেখানে প্রচুর পরিমাণ ভ্যকেন্সি রয়েছে। সেই সকল পদে যদি যোগ্যতা ভিত্তিক নিয়োগ দেওয়া হয় তবে যেমন বেকার সমস্যা সমাধান হয়। তেমনি জাতি বিনা ঘুষে জাতি চাকরি পেত।

    উত্তরমুছুন
  3. ন্যাশনাল সাভিস কর্মসূচিটি সরকারের একটি প্রসংশনিয় উদ্দোগ আমি মনে করি। এই কর্মসূচি টি জাতীয়করন করা উচিত। কারন দেশে যে সকল সরকারি দপ্তর আছে যেমন স্বাস্থ্য, শিক্ষা সমবায়,সমাজকল্যান,সহ উপজেলা কেন্দ্রিক যে সকল সরকারি দপ্তর রয়েছে সেখানে প্রচুর পরিমাণ ভ্যকেন্সি রয়েছে। সেই সকল পদে যদি যোগ্যতা ভিত্তিক নিয়োগ দেওয়া হয় তবে যেমন বেকার সমস্যা সমাধান হয়। তেমনি জাতি বিনা ঘুষে জাতি চাকরি পেত।

    উত্তরমুছুন
  4. আমরা এটাই চাই এবং সরকারের এটা একটা ভাল উদ্দোগ।

    উত্তরমুছুন
  5. ভুল, ১৮ থেকে ৩৫ নয়, ২৪ থেকে ৩৫!

    উত্তরমুছুন
  6. Dear,Sir/madam
    I'm from Malaysia.But my hometown is Rangpur.I working here Malaysia already 10 year.so now I go back my hometown.Then sir can i get any job.I have only SSC certificate.So please kindly sir if I get Any job there then my family is happy.Becouse after go back I don't have any job.so please sir.

    উত্তরমুছুন
  7. Dear,sir/madam
    I'm from Malaysia.But my hometown is Rangpur.i working here Malaysia 10 year.so sir now I go back Bangladesh February 20/02/2019.my flight.then sir I need a job.and I have only SSC certificate.

    উত্তরমুছুন
  8. Dear,sir/madam
    I'm from Malaysia.But my hometown is Rangpur.i working here Malaysia 10 year.so sir now I go back Bangladesh February 20/02/2019.my flight.then sir I need a job.and I have only SSC certificate.

    উত্তরমুছুন
  9. আমাদের কথা বিবেচনা করে সরকার এই পদক্ষেপ নিলে অনেক খুশিই হইতাম ।

    উত্তরমুছুন
  10. স্থায়ী করণ করা হলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চির কৃতজ্ঞ থাকব।

    উত্তরমুছুন
  11. বিএনপি জামাত বাছাই করে স্থায়ী করা হউক।

    উত্তরমুছুন
  12. কমিটি দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নিবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

    উত্তরমুছুন
  13. ন্যাশনাল সার্ভিটি চালু করে বেকার যুবকদের যতটা উপকার হয়েছে তা বন্ধ করেদিলে প্রতিটি পরিবার হুমকির মুখে পড়বে।

    উত্তরমুছুন
  14. এটা স্থায়ীকরন হলে খুব ভাল হবে

    উত্তরমুছুন
  15. আপনার মন্তব্য লিখুন...মাশাআল্লাহ বাংঙ্গালী জাতির দরদী মা শেখ হাসিনা

    উত্তরমুছুন
  16. Obviously ader sorkari koron kora uchit because ara deser sikhito bekar.akta des tokhoni unnoto jokhon se deser bekar mukto .are national service er sobai sikhito bekar so tader sorkare koroner madhome beker mukto kora uchit are des k aro unnoto kora uchit

    উত্তরমুছুন
  17. আমি একজন ন্যাশনাল করমি ছিলাম আমি এখনো বেকার তাই আমাদের কে স্থথায়ি করন করা হইক

    উত্তরমুছুন
  18. ন্যাশনাল কর্মীদের স্থায়ী করুন যোগ্যতার ভিত্তিতে ।নইলে এই হতাশা গ্রস্থ বিশাল জনগোষ্ঠীর মরণ ছাড়া পথ নাই ।এতে করে দুই লাখ সায়ত্রীশ হাজার পরিবার বাজবে বেকারত্ব কমবে ।

    উত্তরমুছুন
  19. খুব ভাল সংবাদ,বাস্তবায়ন হোক,,,,,

    উত্তরমুছুন
  20. যদি সব বিষয়ে চাকরি জিবি রাই সুবিদা পায় আর যারা বেকার এবং পড়াশুনা করে বসে আছে তারা কি কোনো দিন চাকরি পাবে না।আমার সরকারের কাছে একটি আবেদন।এই যে সবিধা ভোগ সবাই যেনো করতে পারে ।কেউ পাবে কেউ পাবে না টা হবে না টা হবে না। ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন।

    উত্তরমুছুন
  21. কতটুকু বিশ্বস্ত ও নির্ভরযোগ্য তা জানিনা, তবে এটা হওয়া উচিত বলে আমি মনে করি।

    উত্তরমুছুন
  22. সপ্তম পর্ব 24 থেকে 35 আমরা মাস্টার্স ডিগ্রি পাশ করে কোন প্রাথমিক বিদ্যালয়ে সার্কুলার পাইনি একটা পেলাম 2014 সালের তা আবার পরীক্ষা হলো 18 সালে ।আজ ন্যাশনাল সার্ভিস কর্মী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দই এর স্বাদ গোলে মিটাই বয়স শেষ কোথায় যাবো কি করবো ।স্থায়ীত্ব পেলে বাদিত থাকবো।

    উত্তরমুছুন
  23. 🍌জিনিস পাতির যে দাম, আর দুধে তো হাতে দেয়া যায় না😅

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন