নিজস্ব প্রতিবেদক :
সিলেটের জকিগঞ্জে শাহ মো. ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উদযাপিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বারহাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে উন্নতমানের স্কুল ব্যাগ, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
বারহাল ইউনিয়নের মহিদপুর গ্রামের কৃতি সন্তান ও লন্ডন প্রবাসী শাহ মো. ফয়ছল চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত এই ট্রাস্ট গত এক দশকে এলাকার অসহায় মানুষ, মেধাবী শিক্ষার্থী ও সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে কাজ করে আসছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাসুদ আহমদ। স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের সচিব ডা. ছাদিক আহমদ তাপাদার। শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের শিক্ষার্থী ফখরুদ্দিন আহমদ মাহী পরিবেশন করেন ইসলামি সংগীত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। সঞ্চালনায় ছিলেন ট্রাস্টের নির্বাহী সদস্য ছদিওল হোসাইন আহমদ।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির প্রথম সহসভাপতি মামুনুর রশীদ চাকসু মামুন। তিনি বলেন, ফয়ছল চৌধুরীর মতো প্রবাসীরা যদি মানবিক চিন্তা নিয়ে সমাজের পাশে দাঁড়ান, তাহলে পিছিয়ে থাকা এলাকায় বাস্তব উন্নয়ন সম্ভব।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)। তিনি বলেন, মেধা বিকাশে গ্রামের শিক্ষার্থীদের এ ধরনের সহায়তা বড় অনুপ্রেরণা।
এ ছাড়া কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজাদ উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর রিপন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি বক্তব্য দেন।
বক্তারা বলেন, সমাজে অনেক সম্পদশালী মানুষ থাকলেও ফয়ছল চৌধুরীর মতো মানবিক মানুষ খুব কম। নিজের প্রবাসজীবনের উপার্জন সমাজকল্যাণে ব্যয় করে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অনুষ্ঠানে বারহাল ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, বারহাল ছাত্র পরিষদের সদস্য, জকিগঞ্জ ও কানাইঘাটের সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ, নগদ অর্থ এবং সনদপত্র তুলে দেন। ট্রাস্টের প্রতিষ্ঠাতা শাহ মো. ফয়ছল চৌধুরীর পক্ষ থেকে আগত অতিথিদের উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
