দোয়ারাবাজার প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত আম্পান পুনর্বাসন প্রকল্পের কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় পাঁচ কোটি টাকার এ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে লক্ষীপুর ইউনিয়নের চকবাজার–হরিণাপাঠি সড়কের নির্মাণস্থলে তারা প্রতিবাদ জানান।
স্থানীয়দের দাবি, প্রকল্পে ১,২০০ মিটার সড়ক, ১,৪০০ মিটার পালাসাইডিং এবং ৪০০ মিটার ড্রেন নির্মাণের কথা থাকলেও গার্ডওয়াল ও সুরক্ষা ব্লকে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি কাজের ভিত্তি দুর্বল দেখায় দীর্ঘস্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান এম. এ. ইঞ্জিনিয়ারিং ও নাফিজ আহমেদ (জেভি) এবং সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের অবহেলা কিংবা যোগসাজশের কারণে মান নিয়ন্ত্রণ কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে।
প্রতিবাদকারীরা প্রকল্পের নথি প্রকাশ, স্বাধীন তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। তারা চলমান নির্মাণকাজ পুনর্মূল্যায়নের আহ্বানও তোলেন।
অভিযোগ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ বলেন,যে অংশে ত্রুটি পাওয়া যাবে তা সংশোধনে ঠিকাদারকে বাধ্য করা হবে এবং নিম্নমানের কাজে ছাড় দেওয়ার সুযোগ নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, বিধি অনুসরণ না করে কাজ করার সুযোগ নেই এবং বিষয়টি যাচাই করা হচ্ছে।
