সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ‘ধানের শীষকে বিজয়ী করলে ছাতক-দোয়ারাবাজারে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপদ ও ভালো থাকবে।’
বৃহস্পতিবার বিকেলে উপজেলার দোহালিয়াবাজার পয়েন্টে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিলন আরও বলেন, ‘এবার আমি শুধু নিজে নয়, পুরো ছাতক-দোয়ারাবাজারের মানুষের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে, সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে হবে। কারণ শুধু উৎসবের দিন নয়, সংগ্রামের দিনেও আমরা এক থাকতে চাই।’
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘একটি দল রাজনীতির নামে জনগণকে বিভ্রান্ত করছে — ‘গণভোট’, ‘পিআর’ ইত্যাদি শব্দ দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। কিন্তু ছাতক-দোয়ারাবাজারের মানুষ আর বিভ্রান্ত হবে না। জনগণ ধানের শীষের পক্ষে ভোট দিয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করবে।’
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত এই এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, শিক্ষার মান ও চিকিৎসা সেবার উন্নয়ন জরুরি। জনগণের কল্যাণে ছাতক-দোয়ারাবাজারে একটি নতুন অধ্যায় শুরু হবে।’
অতীতের ঐতিহ্যের কথা স্মরণ করে মিলন বলেন, ‘ভূতকালে এই অঞ্চলের কমলালেবু, চুনাপাথর ও ব্যবসা-বাণিজ্য ব্রিটিশ আমলে সুনাম ছড়িয়েছিল। সঠিক নেতৃত্বের অভাবে আজ অনেক কিছু হারিয়ে গেছে। ধানের শীষের বিজয়ের মাধ্যমে সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।’
গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু, জেলা বিএনপির সদস্য হাজী আবদুল বারী, উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু, যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান তালুকদার ও হারুন অর রশীদ, অ্যাডভোকেট সালেহ আহমদ, ডা. এ আর খোকন, মনির উদ্দিন, মোক্তার আলী মিজানুর রহমান প্রমুখ।
এছাড়া উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাবীবুর রহমান হাবীব, সদস্য সচিব শামীম পাশা রিগেন, প্রবাসী বিএনপি নেতা আলী হায়দারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসমাবেশে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।
