ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ থেকে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্বাচনী পরীক্ষার ফল ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার ( ২৬ নভেম্বর ) জারি করা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডের আওতাধীন সব কলেজকে নির্বাচনী পরীক্ষা শেষ করে ২০২৬ সালের এইচএসসিতে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের ফল ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা পরে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানপ্রধানদের তা অনুসরণ করে প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
বোর্ড জানায়, বিষয়টি গুরুত্ব বিবেচনায় সব প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়সীমা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
