সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিজ কনসি গ্রামের গৃহবধূ লিপি আক্তার (৩২) ৪০ লাখ টাকা ও ৯ ভরি স্বর্ণালঙ্কারসহ বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আকলু মিয়া বিশ্বনাথ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত সপ্তাহে লিপি আক্তার নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি থেকে বের হন এবং এরপর থেকে আর ফেরেননি। স্বামী আকলু মিয়ার দাবি, তার স্ত্রীর সঙ্গে বিশ্বনাথ উপজেলার রাজমিস্ত্রি মজাহিদ আলীর পরকীয়ার সম্পর্ক রয়েছে এবং তিনি তার সাথেই চলে গেছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ।
