জকিগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার
জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জে নিখোঁজের তিন দিন পর ব্যবসায়ী নোমান উদ্দিনের (৫০) লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে কালিগঞ্জ বাজারের শায়লা স্মৃতি হাসপাতালের পেছনে লাশটি পাওয়া যায়। নিহত নোমান পূর্ব মানিকপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
পরিবার জানায়, ২৯ সেপ্টেম্বর সকাল থেকে নিখোঁজ থাকার পর অজ্ঞাত নম্বর থেকে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বুধবার তার লাশ ধানক্ষেতে পড়ে থাকতে দেখা যায়। নিহতের স্বজনদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। এখনো কাউকে আটক করা যায়নি।