সিলেটে মুবাল্লিগ কর্মশালা ১৮ অক্টোবর শনিবার


সময়ের প্রেক্ষাপটে সমাজের দ্বীনি চাহিদা পূরণ ও ওয়ায়েজীনে কিরাম আলেম-উলামার যুগের জিজ্ঞাসার জবাবদানে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশ আগামী ১৮ অক্টোবর, শনিবার আয়োজন করছে ‘মুবাল্লিগ কর্মশালা ২০২৫’।

‘বর্তমান প্রেক্ষাপটে আলিম সমাজের ভূমিকা’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হবে সিলেটের সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা কনফারেন্স হলে, সকাল ১১টায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশের সভাপতি আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী

আয়োজক প্রতিষ্ঠান জানায়, ফুলতলী সিলসিলার অনুসারী সকল ওয়ায়েজীনে কিরামকে কর্মশালায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন