রেনেসাঁ সমাজ কল্যাণ সংস্থার ত্রি-বার্ষিক কমিটি গঠন


বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলার কালিগঞ্জ বাজারে সমাজ উন্নয়ন, শিক্ষা ও মানবকল্যাণে নিবেদিত সংগঠন ‘রেনেসাঁ সমাজ কল্যাণ সংস্থা’-এর ত্রি-বার্ষিক (২০২৫–২০২৮) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কালিগঞ্জ বাজারস্থ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও আহবায়ক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সম্পাদক ও আহবায়ক সদস্যসচিব মো. মাহফুজুল ইসলাম নমিরের পরিচালনায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন।

ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন মো. মাহফুজুল ইসলাম নমির, সিনিয়র সহ-সভাপতি মো. আলতাফুর রহমান। অন্যান্য সহ-সভাপতি হলেন মো. জমির আহমদ, মো. আক্তার ফারুক ও মো. শরিফ আহমদ দবির।

সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালিক সুমন, সহ-সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ মুসা, অর্থ সম্পাদক মো. আঙ্গুর আলী, প্রচার সম্পাদক মো. আজাদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মো. মারুফ হোসেন, অফিস সম্পাদক সোহেদ আহমদ, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল হেকিম, আইসিটি সম্পাদক মো. রাজু আহমদ, শিক্ষা সম্পাদক মো. নাদিম আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. ওয়ালীদ, এবং আপ্যায়ন সম্পাদক সাব্বির আহমদ।

সদস্য হিসেবে রয়েছেন সুজিত কান্ত পাল, মো. ফজল খান ও মো. কাপ্তান মিয়া।

সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কর্মকাণ্ডকে আরও গতিশীল ও জনমুখী করার অঙ্গীকার ব্যক্ত করেন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন