গ্রেপ্তার হওয়া নারীর নাম শারমিন আক্তার (৩২)। সোমবার (২০ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, সোমবার রাত ৮টার দিকে শিশুটির বাবা ইব্রাহিম খলিল (৪২) থানায় এসে নবজাতক নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে চান। তাঁর বক্তব্য সন্দেহজনক মনে হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মা শারমিনের সঙ্গে কথা বলে।
জিজ্ঞাসাবাদে শারমিন আক্তার স্বীকার করেন, তাঁদের আগেই পাঁচ বছর ও দেড় বছরের দুটি কন্যাসন্তান রয়েছে। আবার কন্যা সন্তান জন্ম নেওয়ায় তিনি ক্ষোভের বশে নবজাতককে বাড়ির পাশের খালে ফেলে দেন।
পরে তাঁর দেখানো স্থান থেকে পুলিশ খালের কচুরিপনার ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ওসি শেখ সাইফুল ইসলাম আরও বলেন, মৃত শিশুর দাদি খাদিজা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার শারমিন আক্তারকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
