বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণে প্রথমে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মতিউর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় শূরা সদস্য ও সিলেট-২ আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ জাহেদুর রহমান, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম এবং সিলেট পশ্চিম জেলা ছাত্রশিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক আহমদ হামিম।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের আমির এইচ. এম. আক্তার ফারুক ও নায়েবে আমির আব্দুস সোবহান প্রমুখ।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল মিছিলে পরিণত হয়।