ড. মোখলেস উর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের একজন কর্মকর্তা। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর তৎকালীন সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে অপসারণ করে তাঁকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হলো।
দায়িত্বে থাকাকালীন সময়ে প্রশাসনে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বিশেষ করে পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে যোগ্য কর্মকর্তাদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সচিব, সংস্থা প্রধান এবং জেলা প্রশাসক নিয়োগ নিয়েও তাঁর সময়ে ব্যাপক সমালোচনা হয়। এসব নিয়োগকে ঘিরে আর্থিক লেনদেনের অভিযোগও গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী কর্মকর্তাদের একের পর এক গুরুত্বপূর্ণ পদে পদায়ন করায় অনেক যোগ্য ও বঞ্চিত কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেছিলেন।
বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে কাউকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়নি। আপাতত একজন অতিরিক্ত সচিবকে দিয়ে রুটিন দায়িত্ব পালন করানো হচ্ছে। মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ (সিপিটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামানকে এই পদে স্থলাভিষিক্ত করার সম্ভাবনা রয়েছে।