মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে ৩৯৬ বাংলাদেশি গ্রেপ্তার

ছবি: সংগ্রহকৃত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী বড় ধরনের অভিযানে ৩৯৬ বাংলাদেশিসহ মোট ৭৭০ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় পরিচালিত এই অভিযানে ভোর পর্যন্ত অভিযান চালানো হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) মালয়েশিয়ার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

‘অপস বেলাঞ্জা’ নামে পরিচিত এ অভিযানে বুকিত বিনতাং এলাকায় পর্যটকপ্রধান নাইটলাইফ জোন লকডাউন করে ফেলে অভিবাসন কর্মকর্তারা। পুরো এলাকা ঘিরে ফেলার পর বিদেশিদের নথি পরীক্ষা করা হয়। টেবিলের নিচে লুকানো থেকে শুরু করে গুদামঘর ও ছাদে লুকিয়ে থাকা অভিবাসীরাও ধরা পড়েন কর্মকর্তাদের হাতে।

অভিযানে আটক হওয়া ৭৭০ জনের মধ্যে এককভাবে সর্বাধিক বাংলাদেশি। এর মধ্যে ৩৯৪ জন পুরুষ এবং দুজন নারী রয়েছেন। এ ছাড়া মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৭ জন এবং বিভিন্ন দেশের আরও ৯ জনকে আটক করা হয়েছে।

অভিযানের নেতৃত্বদানকারী ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিরেক্টর বসরি ওথমান জানান, আটককৃতদের বেশিরভাগই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছিলেন, বৈধ পরিচয়পত্র ছিল না বা অনুমতিপত্র ছাড়া কাজ করছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন