![]() |
ছবি: সংগ্রহকৃত |
বুধবার (৩ সেপ্টেম্বর) মালয়েশিয়ার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
‘অপস বেলাঞ্জা’ নামে পরিচিত এ অভিযানে বুকিত বিনতাং এলাকায় পর্যটকপ্রধান নাইটলাইফ জোন লকডাউন করে ফেলে অভিবাসন কর্মকর্তারা। পুরো এলাকা ঘিরে ফেলার পর বিদেশিদের নথি পরীক্ষা করা হয়। টেবিলের নিচে লুকানো থেকে শুরু করে গুদামঘর ও ছাদে লুকিয়ে থাকা অভিবাসীরাও ধরা পড়েন কর্মকর্তাদের হাতে।
অভিযানে আটক হওয়া ৭৭০ জনের মধ্যে এককভাবে সর্বাধিক বাংলাদেশি। এর মধ্যে ৩৯৪ জন পুরুষ এবং দুজন নারী রয়েছেন। এ ছাড়া মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৭ জন এবং বিভিন্ন দেশের আরও ৯ জনকে আটক করা হয়েছে।
অভিযানের নেতৃত্বদানকারী ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিরেক্টর বসরি ওথমান জানান, আটককৃতদের বেশিরভাগই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছিলেন, বৈধ পরিচয়পত্র ছিল না বা অনুমতিপত্র ছাড়া কাজ করছিলেন।