বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের শূন্য পদে মোট ২,৮২৫ জনকে নিয়োগ দেওয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ২১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ২০ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
কোন কোন পদে নিয়োগ হবে:
• প্রধান শিক্ষক
• জনসংযোগ কর্মকর্তা
• ইনস্ট্রাক্টর (টেক/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস)
• সহকারী প্রোগ্রামার
• সিনিয়র কম্পিউটার অপারেটর
• জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং)
• সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী
• সিনিয়র স্টাফ নার্স
• ওয়ার্কসপ সুপার (আর্কিটেকচার অ্যান্ড ইনটেরিয়র ডিজাইন)
• জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং)
• জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/ফার্মমেশিনারি)
• পরিসংখ্যান কর্মকর্তা
• জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/আর্কিটেকচার)
• জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি)
• জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/জেনারেল ইলেকট্রনিকস)
• জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন)
• জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং)
• জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি)
• সিনিয়র ইনস্ট্রাক্টর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার
• সহকারী পরিচালক (প্রেস)
• সহকারী সচিব (লেজিসলেটিভ অনুবাদ)
• জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং)
• চিত্রগ্রাহক (গ্রেড-২)
• ফটো টেকনিশিয়ান
• ইনস্ট্রাক্টর (টেক/ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল)
• শিল্পনির্দেশক/গ্রাফিক শিল্পনির্দেশক/দৃশ্য পটকার (গ্রেড-২)
• জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/মেশিন অপারেশন বেসিকস)
• জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/ডাটা টেলি কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং)
• জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/কম্পিউটার)
• জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/কেমিক্যাল টেকনোলজি)
• ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার
• সহকারী পরিচালক (দৃশ্যসজ্জা ও রেখায়ন প্রশিক্ষণ)
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিজ্ঞপ্তিটি দেখুন।