পৌনে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসা আগামী ১০ জানুয়ারি ২০২৬ খ্রি. (শনিবার) ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছে। অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে ২৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. শনিবার সকাল ১১টায় মাদরাসা মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. কুতবুল আলমের সঞ্চালনায় ও বিশিষ্ট মুরব্বি মাস্টার মো. মুহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মাদরাসার সাবেক কৃতি ছাত্র ও হবিবপুর-কেশবপুর ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হাকীম।
সভায় সকলের মতামতের ভিত্তিতে স্মারক সম্পাদনা, অর্থ ব্যবস্থাপনা ও আরও কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। এসময় অর্থ ব্যবস্থাপনা উপ-কমিটির প্রবাসী সদস্য মো. জাহেদ ফারহান ও মো. মস্তোফা কামালকে বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে বাজেট অনুমোদন, কর্মসূচি প্রণয়ন এবং বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হয়।