জকিগঞ্জ প্রতিনিধি ::
ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার উদ্যোগে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবকদান ও নবীন বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা কনফারেন্স হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) শায়খুল হাদীস আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করেন এবং পবিত্র হাদিস শরীফের সবক দান করেন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শিহাবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং হবিবিয়া ছাত্র সংসদের জিএস মাজহারুল ইসলাম চৌধুরী ও সাবেক জিএস মিছবাহ উদ্দিন চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—উপাধ্যক্ষ মাওলানা মো. আতিকুর রহমান ছিদ্দিক, মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ওয়ারিছ উদ্দিন তাপাদার, সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল লতিফ শামীম, প্রভাষক মাওলানা আব্দুল করিম, সহকারী শিক্ষক মুহি উদ্দিন চৌধুরী, ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান চৌধুরী, আলিম ২য় বর্ষের শিক্ষার্থী মিনহাজ আলম ও নবীন শিক্ষার্থী তাহমিদুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে শিক্ষার্থী আমান আহমদের কোরআন তেলাওয়াত ও ইকবাল আহমদের নাতে রাসূল পরিবেশনা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল।
শেষে হবিবিয়া ছাত্র সংসদের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও অভিনন্দনপত্র তুলে দেওয়া হয়।