বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বাস্তবায়ন সহযোগী সংস্থা ইএসডিও’র (ESDO) উদ্যোগে সিলেটে লার্নিং অ্যান্ড শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের ২১ জেলা থেকে আগত ডিস্ট্রিক্ট ম্যানেজারগণ, প্রকল্প সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। তিনি বলেন, “গ্রাম আদালত গ্রামের ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রকল্প সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করলে ইউনিয়ন পর্যায়েই এসব বিরোধের সমাধান সম্ভব হবে।”
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিলেটের উপপরিচালক। তিনি এভিসিবি-৩য় পর্যায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও শিখন বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এভিসিবি-৩য় পর্যায় প্রকল্পের ইউএনডিপি বাংলাদেশের প্রকল্প মূল্যায়নকারী এবং ইএসডিও সংস্থার ফোকাল পার্সন।
অতিথিবৃন্দ বলেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প ইউনিয়ন পর্যায়ে জনগণের দোরগোড়ায় সহজ ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করছে। এর ফলে গ্রামীণ জনগোষ্ঠীর সময়, অর্থ ও ভোগান্তি কমছে এবং ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে।