জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল শিশু ইকরা’র প্রাণ


জকিগঞ্জ প্রতিনিধি :

সিলেটের জকিগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল মাত্র সাত বছরের নিষ্পাপ প্রাণ ইকরা রহমান। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কালিগঞ্জ বাজারের পশ্চিমে গ্রামীণ ব্যাংকের পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে ঘটে এ হৃদয়বিদারক দুর্ঘটনা।

নিহত ইকরা রহমান মানিকপুর ইউনিয়নের খলাদাফনিয়া (বাল্লাহ) গ্রামের প্রবাসী হাবিবুর রহমান হাবিবের মেয়ে। সে কালিগঞ্জ বাজারস্থ সীমান্তিক স্কুলের নার্সারী শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, কালিগঞ্জ থেকে আটগ্রামগামী একটি টেম্পুর সামনে দৌড়ে এসে পড়ে ইকরা। মুহূর্তেই গুরুতর আহত হয় সে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর সিলেট শহরে নেওয়ার পথে চারখাই এলাকায় তার মৃত্যু হয়।

নিহতের চাচা ও সীমান্তিক স্কুলের শিক্ষক আতাউর রহমান অসহায় কণ্ঠে বলেন, “ঘটনা যা হওয়ার হয়ে গেছে। আমরা এখন কাউকে দোষারোপ না করে দাফনের প্রস্তুতি নিচ্ছি।”

একটি নিষ্পাপ জীবনের এমন করুণ বিদায়ে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন