শিশু-কিশোরদের জন্য বিনামূল্যে টিকা
আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে সারাদেশে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI) এর মাধ্যমে পরিচালিত এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশুকে টাইফয়েড টিকা (TCV) প্রদান করা হবে।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদেরও বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, টাইফয়েড টিকা (TCV) হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক অনুমোদিত, পরীক্ষিত ও নিরাপদ একটি টিকা। বিশ্বের বিভিন্ন দেশে শিশুরা কোনো বিরূপ প্রতিক্রিয়া ছাড়াই এ টিকা গ্রহণ করছে।
শিশুদের টিকা প্রদানের জন্য জন্মনিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) ব্যবহার করে অভিভাবকদের আজই www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সময়মতো টিকা গ্রহণ করলে শিশুদের টাইফয়েড জ্বর থেকে কার্যকর সুরক্ষা পাওয়া যাবে।
