আগামী ২৪ জুলাই, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় পাইলটসহ ৩১ জন নিহত হয়েছেন এবং আহত অবস্থায় ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পরপরই ২২ জুলাই, মঙ্গলবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। এরপর অনিবার্য কারণে ২৪ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত ঘোষণা করে শিক্ষা বোর্ড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।