এইচএসসি ও সমমানের ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা


আগামী ২৪ জুলাই, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় পাইলটসহ ৩১ জন নিহত হয়েছেন এবং আহত অবস্থায় ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পরপরই ২২ জুলাই, মঙ্গলবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। এরপর অনিবার্য কারণে ২৪ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত ঘোষণা করে শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন